সুখ
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছেলেবেলাতেই বিয়ে দিয়ে ,
করলো বাপে পর !
একটুখানি সুখের আশায় ,
বাঁধলাম সেই ঘর ।
সুখী আমি হলাম ভীষন ,
এক ছেলে এক মেয়ে যখন ,
স্বামী আমার বড্ড ভালো ,
একদম শিবের মতন ।
হঠাৎ এলো দুরন্ত ঝড় ,
এক ডাইনী ছদ্মবেশে ,
ডুবিয়ে দিলো সুখের তরী ,
সুখ গেলো ভেসে !
সুখ হারালো জীবন থেকে ,
বুক ভরালো স্মৃতিতে ,
জীবন সংগ্রাম কঠিন হল ,
ডুবে গেলো মাঝি যে !
আবার হয়তো পাবো খুঁজে ,
নতুন কোন সুখ ,
সেই আশাতেই আজকে আমি -
বেঁধে রাখি বুক ।
@ নন্দা 21-9-17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
ছেলেবেলাতেই বিয়ে দিয়ে ,
করলো বাপে পর !
একটুখানি সুখের আশায় ,
বাঁধলাম সেই ঘর ।
সুখী আমি হলাম ভীষন ,
এক ছেলে এক মেয়ে যখন ,
স্বামী আমার বড্ড ভালো ,
একদম শিবের মতন ।
হঠাৎ এলো দুরন্ত ঝড় ,
এক ডাইনী ছদ্মবেশে ,
ডুবিয়ে দিলো সুখের তরী ,
সুখ গেলো ভেসে !
সুখ হারালো জীবন থেকে ,
বুক ভরালো স্মৃতিতে ,
জীবন সংগ্রাম কঠিন হল ,
ডুবে গেলো মাঝি যে !
আবার হয়তো পাবো খুঁজে ,
নতুন কোন সুখ ,
সেই আশাতেই আজকে আমি -
বেঁধে রাখি বুক ।
@ নন্দা 21-9-17