Saturday, September 30, 2017

সুখ
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

ছেলেবেলাতেই বিয়ে দিয়ে ,
করলো বাপে পর !
একটুখানি সুখের আশায় ,
বাঁধলাম সেই ঘর ।

সুখী আমি হলাম ভীষন ,
এক ছেলে এক মেয়ে যখন ,
স্বামী আমার বড্ড ভালো ,
একদম শিবের মতন ।

হঠাৎ এলো দুরন্ত ঝড় ,
এক ডাইনী ছদ্মবেশে ,
ডুবিয়ে দিলো সুখের তরী ,
সুখ গেলো ভেসে !

সুখ হারালো জীবন থেকে ,
বুক ভরালো স্মৃতিতে ,
জীবন সংগ্রাম কঠিন হল ,
ডুবে গেলো মাঝি যে !

আবার হয়তো পাবো খুঁজে ,
নতুন কোন সুখ ,
সেই আশাতেই আজকে আমি -
বেঁধে রাখি বুক ।

@ নন্দা  21-9-17

প্রার্থনা
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

শিউলি ঝরা সকালবেলা ,
 তোমার হোলো বোধন ,
কাশফুল আর নীলআকাশ বলে ,
তোমার মর্ত্যে আগমন ।

সকালবেলা ঘাসের আগায় -
শিশিরবিন্দু মুক্ত হয়ে ঝরে ,
শিউলির গন্ধে মাতাল ভুবন ,
মর্ত্যে হোলো তোমার আগমন ।

অসুর বিনাশকারী, শান্তিদায়িনী,
অন্তর কর বিকশিত ,
নারী লাঞ্ছনা, নারী বঞ্চনা-
নারীর মধ্যে হও প্রকাশিত ।

সেই চোখ তুমি উপরে ফেলো ,
নারীর প্রতি লোলুপ দৃষ্টি যাদের ,
নারীর ভিতর সেই শক্তি জোগাও ,
নারীই শাস্তি দিক তাদের ।

@নন্দা
26-9-17    

Thursday, September 28, 2017

অনুভবে
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোমার সাথে আমার বিচ্ছেদ,
ভুলে থাকার ব্যর্থ প্রয়াস !

আনমনে একাকী বসি প্রিয় জানালায় ,
অন্তরে নানান কথা উঁকি দেয় ।

তুমি অনুভবে ছায়া ,
তবুও আমি পলক-হারা !

হঠাৎ করেই চলে যাও !
কিছু কি বলতে চাও ?

ছবি তোমার জীবন্ত !
তবে কেনো নীরব ?

আমাদের শোবার ঘরের খাট ,
তোমার পরশ দেয় আমায় !  

রাতে সকলে ঘুমায় সুখে ,
 রজনী কাটে ছবি দেখে !

@নন্দা    22-9-17 

Wednesday, September 27, 2017

আমার দুর্গা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

                          (1)
আমার দুর্গা কাজ করে খায় ,
লোকের বাড়ি বাড়ি ,
কাজের ভুল হলে পরেই -
কপালে জোঠে গালি ।

দুর্গার ঘরে চাল বাড়ন্ত ,
অনাহারে কাটে দিন ,
এভাবেই তাকে বাঁচতে হবে,
আমার দুর্গার চিরদিন !
 
                         (2)
কোটি টাকার দুর্গা --
সোনার শাড়ি পড়া ,
খাবার সামনে অফুরন্ত,  
যায়না কিছুই ধরা ।  

লক্ষ লক্ষ টাকার খেলা ,
আজীবন-আমার দুর্গা ফুটপথে,
চারদিনে কোটি ,কোটি ব্যয় !
সারাজীবন অন্যায়-দুর্গার সাথে !    

@ নন্দা         27-9-17   

Friday, September 22, 2017

অতি বাস্তব
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

অশ্রুভেজা দু'টি নয়নও রাতে ,
ঘুমায় না যে বেদনাতে ,
ক্লান্ত শরীর ,অবসন্ন মন ,
আছ জুড়ে সমস্ত মনপ্রাণ !
দিবালোকে জানি আছ সাথে ,
রাতের আঁধারেও থাকো পাশেপাশে ,
তবুও নয়ন ভেজে অশ্রুতে ,
হৃদয় কেঁদে ওঠে বেদনাতে ,
চোখ বুজে- পাই পরশ ,
ছোঁয়ার চেষ্টা -মিছেই আশ !
মন বলে ,আছ কাছে -
বাস্তব বোঝায়,স্বপ্ন মিছে !

@ নন্দা  19-9-17  

Wednesday, September 20, 2017

কেমন আছ এখন

     নন্দা মুখার্জী রায় চৌধুরী

অন্ধকার ঘর -
বাড়িতে আমি একা ,
সারাবাড়ি নিস্তব্ধ ,
পারোনা কি একবার -
দিতে তুমি দেখা ?

এতো অভিমান !
কোথায় জমা ছিলো ?
বুঝিনিতো আমি ,
বলোনিতো একবারও কখনো ?
সবকিছু কেনো হারালো ?

কেমন আছ ?
আছ কি তুমি -
মা ,বাবার সাথে ?
তাঁদের কাছেই পৌঁছেছো কি -
সাতাশে আগস্ট ( সতের ) রাতে ?

    19-9-17    10-30PM ,,

Thursday, September 14, 2017

নীরব স্মৃতি
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোমার ভাললাগার ওই জানলাটি -
আজ নীরব এক স্মৃতি !
জানলা দিয়ে আসে বাতাস ,
তোমার নিঃশ্বাসের পাই আভাস ।

এ বাতাস ,এ জানলা -
ওরা সদা প্রাণখোলা ,
পাশাপাশি দু'জনে মুখোমুখি ,
সবকিছুই নীরব স্মৃতি !

ওরা সবাই সেদিন পেয়েছিলো ,
ভালবাসার স্বাদ !
আজ আমারই মত তাদেরও ,
মন বিষাদ !

# নন্দা    14-9-17   
সব মিথ্যে
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

   আমার বুকের স্পন্দন ,
 করে শুধু ক্রন্দন -
  আনন্দে ভাসি বাইরেতে ,
 অন্তর পোড়ে বিরহেতে ।

  পৃথিবীতে যা নয় স্বাভাবিক ,
 মন যেতে চায় সেইদিক -
  জীবনের এপার ওপার ,
 মন ভেঙ্গে তোলপাড় !

  ভালবাসা , মায়ার সংসার !
 গেলে ফিরবেনা আর !
  চারিপাশে শুধু স্মৃতি ,
 হারালো জীবনের সুখগীতি !

# নন্দা   13-9-17     2PM.

Wednesday, September 13, 2017

আসছি আমি
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

বেঁচে আছি থাকবো বেঁচে ,
তুমি ছাড়া সকলের সাথে ,
চলে যাবে বছর বছর ,
পাবোনা দেখতে তোমাকে আর !
চলে যাবো তোমারই কাছে ,
এ বিশ্বাস আমার আছে ,
তোমার খেলা হয়েছে সাঙ্গ ,
অল্প কাজ রয়েছে বাকী ,
একাই আমি করবো শেষ ,
ও-পারেতে অপেক্ষায় থেকো ,
আসছি আমি ------------------
দু'জনে একসাথে থাকবো বেশ !!!

13-9-17             12-25 PM.



Tuesday, September 12, 2017

সময় দাও
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

আবার এলো শিউলিঝরা সকাল ,
 শিশিরে ভেজা ঘাস ,
হাওয়ায় দুলছে কাশফুলের মাঠ-প্রান্তর,
 দেখে মেটেনা আশ !

প্রতিবছর মায়ের আগমনে ভবে ,
 মিলি সকলে আনন্দে ,
মনপ্রাণ দিয়ে পুঁজি তাকে ,
 কটাদিন চলি ছন্দে ।

গতবারেও পুজোর সময় ,
 তুমি ছিলে সাথে ,
আনন্দ ছিলো ঘরে ,
 ঠাকুর দেখেছি একসাথে ।

শিউলি ঝরা এই শরৎকালে ,
 এলো হঠাৎ কালবৈশাখী -
ঝড় এসে খবর দিলো ,
 চলে গেলে চিরসাথী !

দিয়ে গেলে শুধু স্মৃতিগুলি আমায় ,
আরও দিলে চোখের জল ,
রেখে গেলে ব্যবহৃত জিনিস ,
আঁকড়ে ধরেও পাবোনা কোন ফল !

তোমার আশা সব করবো পূরণ ,
কথা দিলাম তোমায় আজ ,
ছেলে তোমার হবে মানুষ  ,
সোনার সংসারে মেয়ে করবে রাজ ।

শুধু ধর্য্য ধরে অপেক্ষা করো ,
সবকিছু পাবে দেখতে ,
আমাকেও পাবে কাছে ,
সময় দাও, অসমাপ্ত কাজ সারতে ।

# নন্দা   11-9-17    9PM,,,,''''

Sunday, September 3, 2017

একটি জিজ্ঞাসা
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

ব্যথা ভরা মনটি নিয়ে ,
লিখতে চাই এক কবিতা ,
শত ব্যথার ফুলের মালায় ,
গাঁথি আমি সবই তা !

অন্ধকারের মাঝেও খুঁজি ,
একটু আলোর উৎস ,
এগিয়ে যাবো জীবনপথে ,
হোকনা যতই কষ্ট !

বাস্তব বড়ই কঠিন হয় ,
তবুও হয় মানতে ;
জীবন যে এগিয়েই চলে ,
জানেনা সে থামতে ।

টুকরো টুকরো স্মৃতিগুলি সব ,
মালা হয়েই  থাকে সাথে  ,
তার পড়ানো ফুলের মালা ,
ঝরে হলো স্মৃতির মালা !

আর হবেনা জীবনে দেখা ,
স্বপ্নে যদি দেখি ,
জানতে চাইবো একটি কথা ,
কেনো দিলে ফাঁকি ?

# নন্দা  03-09-17     5PM ,,