ভালোবাসি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমার সাথে বেঁধেছিলাম
একটা সুখের ঘর,
ঘরটা শুধু রয়ে গেছে
তুমিই কাছে নাই।
মান-অভিমান অনেক ছিলো
ভালোবাসা আরও বেশি,
ধরেছিলাম সুখের পাখি
তুমিই শুধু দিলে ফাঁকি।
চাওয়া পাওয়ার মাঝে ছিলো
পাওয়ার ভাগটা বেশি,
বুঝতে তুমি পারোনি কি
তোমায় বড্ড ভালোবাসি।
#নন্দা 28-2-19
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমার সাথে বেঁধেছিলাম
একটা সুখের ঘর,
ঘরটা শুধু রয়ে গেছে
তুমিই কাছে নাই।
মান-অভিমান অনেক ছিলো
ভালোবাসা আরও বেশি,
ধরেছিলাম সুখের পাখি
তুমিই শুধু দিলে ফাঁকি।
চাওয়া পাওয়ার মাঝে ছিলো
পাওয়ার ভাগটা বেশি,
বুঝতে তুমি পারোনি কি
তোমায় বড্ড ভালোবাসি।
#নন্দা 28-2-19
No comments:
Post a Comment