লাল গোলাপ
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকদিন পর পুরনো ডায়রীটা খুঁজে পেলাম,
স্মৃতির খাতায় ময়লা জমলেও অক্ষরগুলো স্পষ্ট ।
ফিরে গেলাম কিশোরীবেলায়
আমার প্রথম প্রেমের উষ্ণতা নিতে।
আজও সে আছে ঠিক সেই আগের মতই।
শুধু হারিয়েছে তার জৌলুস হয়েছে ধূসর।
যার গায়ে হাত বুলালে আমি পাই-
প্রথম প্রেমের ছোঁয়া।
ফ্লাসব্যাকের মত ঘটনাগুলো সামনে আসে।
সে তার জৌলুস হারালেও-
রেখেছি তাকে খুব যত্নে সকলের অলক্ষ্যে।
থাকবে সে আজীবন ডায়রীর ভাঁজে-
হয়তো আমার মৃত্যুর পর আরও কিছুকাল।
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকদিন পর পুরনো ডায়রীটা খুঁজে পেলাম,
স্মৃতির খাতায় ময়লা জমলেও অক্ষরগুলো স্পষ্ট ।
ফিরে গেলাম কিশোরীবেলায়
আমার প্রথম প্রেমের উষ্ণতা নিতে।
আজও সে আছে ঠিক সেই আগের মতই।
শুধু হারিয়েছে তার জৌলুস হয়েছে ধূসর।
যার গায়ে হাত বুলালে আমি পাই-
প্রথম প্রেমের ছোঁয়া।
ফ্লাসব্যাকের মত ঘটনাগুলো সামনে আসে।
সে তার জৌলুস হারালেও-
রেখেছি তাকে খুব যত্নে সকলের অলক্ষ্যে।
থাকবে সে আজীবন ডায়রীর ভাঁজে-
হয়তো আমার মৃত্যুর পর আরও কিছুকাল।
#নন্দা
No comments:
Post a Comment