Thursday, March 14, 2019

বলতে পারিনি
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

আমার লেখাগুলি সবই তোকে নিয়ে,
সেগুলি আমার লেখা কবিতা নয়,
আমি শব্দের মালা গাঁথি ঠিকই-
কিন্তু সেগুলো কবিতা হয়ে ওঠেনা,
লিখি আমার মনের কথা,
যে কথাগুলো কোনদিনও তোকে বলা হয়ে ওঠেনি।
তাই লিখে রাখি ডায়রীর পাতায়,
যদি কোনদিন ফিরে আসিস,
আমার লেখাগুলি তোর সামনে এলে-
পারবি কি সেদিন বুঝতে আমার ভালোবাসা?

#নন্দা        ১৪-৩-১৯ 

No comments:

Post a Comment