Friday, February 15, 2019

কষ্টে আছি
       নন্দা মুখার্জী রায় চৌধুরী

অবেলায় গেলি চলে
গেলি অনেক দূরে,
আমাদের উদাস করে
কেন গেলি ছেড়ে?

একই সাথে কাটানো সময়
আরও কত গীতি,
চলে গেলি না ফেরার দেশে
রেখে গেলি স্মৃতি।

ছেলেবেলার দিনগুলি সব
আজ বড্ড মনে পড়ছে,
কষ্টের ভার করতে লাঘব
শুধু চোখের জলই ঝরছে।

যেথায় এখন আছিস তুই
শান্তি আসুক তোর,
সব কষ্টের তোর হোল অবসান
আমাদের কষ্টের আর হবেনা ভোর।

মাঝে মাঝে স্বপ্নে আছিস
করবোনা আর ঝগড়া,
দেখবো শুধু দু'চোখ ভরে
বড্ড কষ্টে আছি আমরা।

#নন্দা     13-2-19

No comments:

Post a Comment