#একলা_থাকা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সব সম্পর্ক চিরজীবনের নয়
মাঝ পথেই কত সম্পর্ক ভেঙ্গে যায়,
তবুও বারবার পিছন ফিরে তাকাই
হারানো দিনগুলি ফিরে পেতে চাই।
মাঝ পথেই কত সম্পর্ক ভেঙ্গে যায়,
তবুও বারবার পিছন ফিরে তাকাই
হারানো দিনগুলি ফিরে পেতে চাই।
হয়না বলা অনেক কথা
জমা হয় বুকে গভীর ব্যথা,
শুরুতেই যা হয়ে যায় শেষ
আজীবন শুধু থাকে তার রেশ।
জমা হয় বুকে গভীর ব্যথা,
শুরুতেই যা হয়ে যায় শেষ
আজীবন শুধু থাকে তার রেশ।
হৃদয়ে হয় কত রক্তক্ষরণ
সহস্রবার ক্ষতবিক্ষত,
জীবন মানেই একলা থাকা
কষ্ট নিয়েই বেঁচে থাকা।
সহস্রবার ক্ষতবিক্ষত,
জীবন মানেই একলা থাকা
কষ্ট নিয়েই বেঁচে থাকা।
No comments:
Post a Comment