Tuesday, September 4, 2018

জীবনের পরাজয়
    নন্দা মুখার্জী রায় চৌধুরী

কেন আসো বারবার আমার দরজায়?
অসহায় আমি,পারবোনা খুলতে!
জানি আমি রোজ রাতে দরজার বাইরে তুমি থাকো,
তোমার নিঃশ্বাষের আওয়াজ আমি পাই,
কিন্তু দরজার ভিতরে তখন অন্য পুরুষ।
এদের টাকা আছে,এরা চায় আমার শরীর,
আর তুমি চাও আমার ভালোবাসা,
এই অপবিত্র শরীরে মন বলে কিছু থাকে?
আমার যে টাকা চাই,সংসারটাকে বাঁচিয়ে রাখতে।
তোমার সে ক্ষমতা নেই।
হয়তো আমায় খাইয়ে-পড়িয়ে বাঁচিয়ে রাখতে পারবে,
কিন্তু আমার পরিবারের বাকি সদস্যদের?
না,সে ক্ষমতা তোমার নেই!
তোমার কাছে আছে আমার জন্য বুকভরা ভালোবাসা,
যা আমার পরিবারের অন্যদের বাঁচাতে পারবেনা।
সমাজের চোখে আমরা বেশ্যা-
আর যারা আমাদের কাছে আসে,
যারা আমাদের বেশ্যা বানায়-
তারা সমাজের নামী-দামী ভদ্রলোক!
অনেক নারী এভাবেই তার পরিবারকে রক্ষা করে চলে।
সংসার বাঁচাতে এ দেহব্যবসা চলতেই থাকবে,
তুমি ফিরে যাও তোমার আলয়ে,
আমায় স্বপ্ন দেখিয়ে আমার পরিবারকে মেরে ফেলনা।
পরিবার বাঁচাতে তোমার ভালোবাসা আমার কাছে অর্থহীন।

No comments:

Post a Comment