Sunday, September 16, 2018

কিবা পেলাম
   নন্দা মুখার্জী রায় চৌধুরী

সুন্দর দিন কেটেছে,দেখে স্বপ্ন,
স্বপ্নের জাল বুনেছি,হয়ে মগ্ন।
নূতন সূর্য্যের আগমনে, হয়েছিলো প্রভাত,
স্বপ্নে হয়ে বিভোর,রেখেছিলাম হাতে হাত। 
হৃদয়ে হৃদয় জুড়ে,ফেলেছিলো সাড়া,
সবকিছু কেড়ে নিলো,ফূসেছিলো যারা।

স্বর্ণালী দিন গেলো ভেসে,বুঝলাম যখন,
চলে গেছো অনেক দূরে,তুমি তখন।

#  নন্দা    ১৫-৯-১৮

No comments:

Post a Comment