গন্তব্যহীন ছোটা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যন্ত্রের সাথে তাল মিলিয়ে,
অতিবাহিত যান্ত্রিক জীবন!
ইচ্ছাগুলোকে অজান্তেই-
গলা টিপে মেরে ফেলা।
আত্মীয়-স্বজনের কাছে-
অহংকারী তকমা পাওয়া।
যন্ত্র কেড়ে নিয়েছে-
বিবেক আর মনুষ্যত্ববোধ।
জীবনের একটাই লক্ষ্য-
শুধু ছোটা যার গন্তব্য জানা নেই।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যন্ত্রের সাথে তাল মিলিয়ে,
অতিবাহিত যান্ত্রিক জীবন!
ইচ্ছাগুলোকে অজান্তেই-
গলা টিপে মেরে ফেলা।
আত্মীয়-স্বজনের কাছে-
অহংকারী তকমা পাওয়া।
যন্ত্র কেড়ে নিয়েছে-
বিবেক আর মনুষ্যত্ববোধ।
জীবনের একটাই লক্ষ্য-
শুধু ছোটা যার গন্তব্য জানা নেই।
No comments:
Post a Comment