বুঝিনি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুমি আমায় ডেকেছিলে,
তোমার অবসরে-
ছিলোনা সময় তখন আমার,
ছিলাম খেলার ঘোরে।
এখন আছে হাতে আমার,
অফুরান সময়;
ডাকো আবার সেই সুরে,
যতই থাকো দূরে।
ছুটে যাবো তোমার কাছে,
কথা দিলাম আজ;
অবুঝ ছিলাম সেদিন আমি,
হয়তো ছিলো লাজ।
# নন্দা 12-9-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুমি আমায় ডেকেছিলে,
তোমার অবসরে-
ছিলোনা সময় তখন আমার,
ছিলাম খেলার ঘোরে।
এখন আছে হাতে আমার,
অফুরান সময়;
ডাকো আবার সেই সুরে,
যতই থাকো দূরে।
ছুটে যাবো তোমার কাছে,
কথা দিলাম আজ;
অবুঝ ছিলাম সেদিন আমি,
হয়তো ছিলো লাজ।
# নন্দা 12-9-18
No comments:
Post a Comment