হায় রে মানুষ
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিশ্বাস নেই,ভালোবাসা নেই,
ঘোড়দৌড় আছে রোজ!
মানবতা বিবেক হারিয়ে যাচ্ছে,
হৃদয় ক্ষয়ে হচ্ছে ন্যুজ।
স্বার্থ বিনা চলেনা কেউই,
আখের গুছাতে সব ব্যস্ত!
ছাড় দেয়না কেউ কাউকেই,
দোষারোপ অপরের উপর ন্যস্ত।
মানুষ নামের উপাধিধারী,
বন্য প্রাণীরও অধম-
লাভ আর অর্থ ছাড়া,
চলেনা এক কদম।
@ নন্দা 29-9-18
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিশ্বাস নেই,ভালোবাসা নেই,
ঘোড়দৌড় আছে রোজ!
মানবতা বিবেক হারিয়ে যাচ্ছে,
হৃদয় ক্ষয়ে হচ্ছে ন্যুজ।
স্বার্থ বিনা চলেনা কেউই,
আখের গুছাতে সব ব্যস্ত!
ছাড় দেয়না কেউ কাউকেই,
দোষারোপ অপরের উপর ন্যস্ত।
মানুষ নামের উপাধিধারী,
বন্য প্রাণীরও অধম-
লাভ আর অর্থ ছাড়া,
চলেনা এক কদম।
@ নন্দা 29-9-18