Thursday, June 23, 2022

মানুষ চেনা বড় দায় (তৃতীয় পর্ব)

মানুষ চেনা বড় দায় (তৃতীয় পর্ব)

   নিকিতা বাস থেকে নেমে অদ্ভুতুড়ে লোকটা সম্পর্কে সাত-পাঁচ ভাবতে ভাবতে অফিসে পৌঁছে দেখে অতনু তার টেবিলে কম্পিউটারের সামনে বসে কাজ করে চলেছে।"এ কিরে বাবা!লোকটা ম্যাজিক জানে নাকি?এত তাড়াতাড়ি কোথা থেকে অফিসে এসে ঢুকলো?
  সুন্দরী,স্মার্ট নিকিতা মনেমনে ভাবে এই মানুষটা সম্পর্কে সে যেন একটু বেশিই ভাবছে।যাক গে যাক -- আর পাঁচজন সাধারণ কর্মচারীর মত অতনু গায়েনও।তাকে নিয়ে এত ভাবার কোন মানে নেই।
  সেদিনের ঘটনার পড়ে ওই হলরুমে মিস্ত্রীদের কাজ চলছে।সব সময় ঠুকঠাক আওয়াজ লেগেই আছে।যে রুমে বসে অফিসের টেম্পোরারি কাজ চলছে সেই রুমে ছোট একটা বেসিন।আর সেই বেসিনে টিফিন খাওয়ার পর হাত,মুখ ধুতে রীতিমত একটা লাইন পড়ে যাচ্ছে।তাই টিফিন আওয়ারে নিকিতা খাবারটা খেয়ে ব্যাগের থেকে নিজের জলের বোতলটা বের করে নিয়ে বাইরেই হাত,মুখ ধুতে এসে অতনুর কান্ড দেখে তো সে থ। এ মানুষটা কি ধরনের ভেবেই সে পাচ্ছে না।বাইরে বেরিয়ে নিকিতা দেখে নিজের টিফিন বক্সটা তার বোগোলে ধরা আর হাতে একটা বড় প্লাস্টিকের ব্যাগ। যার ভিতর থেকে সে কেক বের করে অফিসে কাজ করতে আসা প্রত্যেক লেবারকে একটা করে কেক দিচ্ছে আর পাশে বড় একটা কেটলি থেকে কাগজের কাপে চা ঢেলে দিচ্ছে অফিসের বাইরে রাস্তার উপরে চায়ের স্টলের ছেলেটা।অথচ নিকিতা জানে লেবারদের এই টিফিনের টাকা তাদের যে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করছে তার।খামোখা লোকটা এই টাকা কেন এদের পিছনে খরচ করছে তা তার বোধগম্য হল না।

ক্রমশ --

No comments:

Post a Comment