Thursday, June 27, 2019

একেই বলে ভাগ্য
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

পাত্রপক্ষর সামনে যে মেয়েটি জলখাবার নিয়ে ঢুকলো তার অতি সাধারণ বেশভূষা।অমিয় একটু অবাকই হোল।মেয়ে দেখতে আসার আগে শুনেছিল মেয়েটি বিটেক করেছে।একটি ঘরোয়া মেয়ে বিয়ে করার ইচ্ছা ছিলো।
  মেয়েটিকে দেখে অমিয় মুগ্ধ হয়ে যায়।জলখাবার নামিয়ে রেখে মেয়েটি ভিতরে চলে যায়।তখনই অমিয় বুঝতে পারে যাকে সে দেখতে এসেছে এ সে নয়।
   এবার আসল পাত্রী সামনে আসে।মা পাত্রীর সাথে গল্পগুজব শুরু করেন।অমিয় ইশারায় মাকে বাইরে ডেকে ওই মেয়েটি সম্পর্কে খোঁজখবর নিতে বলে।
   বিএ পাশ করার পর হঠাৎ বাবার মৃত্যু।মাকে হারিয়েছে ছেলেবেলার।একা সোমত্ত মেয়ে বাধ্য হয়ে মামাবাড়িতে আশ্রয়।আসার পরই ঝি এর কাজটা মামী ছাড়িয়ে দেয়।
  বিয়ে হোল ডক্টর অমিয় ব্যানার্জীর সাথে।

No comments:

Post a Comment