*বিচার চাই * =========================== আশা ছিলো ,স্বপ্ন ছিলো- ভাঙ্গলো দুয়ার ঝড়ে- এক নিমেষেই সব হারিয়ে গেলো - . সেতু ভেঙ্গে পড়ে - টাকা দিয়ে করবো কি ? তুমিই যখন নেই - হয়তো তোমার কোরলে অসুখ - বাড়ি দিতাম বিক্রি করে - পাঁচ লাখের ও বেশি খরচ কোরে - . . . . . . . . . . আনতাম তোমায় সুস্থ্য করে - .. . . . . . . . . তবুও তো তুমি থাকতে কাছে - . . . . . . . . নাইবা থাকতো বাড়ি মোদের - . . . . . তোমায় মেরে ফেললো যারা - . করলো আমাদের সর্বহারা ! বলতে গেলে তারাও খুনি - . হবে বিচার তাদের কি ? . . . . . . ধন্য তুমি ভারতবর্ষ - . . . . ধন্য তোমার রীতিনীতি - . . টাকা দিয়েই পূরণ হচ্ছে - . . . . আমাদের জীবনের যত ক্ষতি - . . . . . . . . . . . . . . এমন টাকা চাই না মোরা - . . . . . . . . রাজনীতির ও ঝান্ডা নয় - . . . . . . . . . . . . . . চাই যে বিচার শুধু - . . . . . . . . যে সংস্থা নিয়েছিলো - সেতু গড়ার কাজ টুকু / (নন্দা ) 3.4.16 ( 1-30 AM).
No comments:
Post a Comment