"অসহায় "~~~~~~~~~~~~~~~~~~~ . . . . . . . . সকাল থেকে রাত- দুশ্চিন্তা আর উত্কন্ঠায় - পি.জির. সি .সি .ইউ এর সামনে বসে - ভিতরে- অসহ্য যন্ত্রণা আর কষ্ট নিয়ে- জীবনের সব থেকে কাছের মানুষটি - শুয়ে আছে একাকী বেডে- মাঝে শুধু একটা দরজার ব্যবধান - নেই কোনো অধিকার,ভিতরে ঢুকবার - জানা নেই কিছু,বোঝা দায় সবকিছু - আমি যে অসহায় - তার কষ্ট দেখা ছাড়া - আমার যে আর কিছুই করার নাই - দৌড়া- দৌড়ি,ছুটা-ছুটি সব কিছুই কি হবে বৃথা ? ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার - হবে কি মিথ্যা ? চাতক পাখির ন্যায় , তাকিয়ে থাকি দরজার দিকে - কখন তারা আমার স্বামীর , বেড নম্বর ধরে ডাকে / ( নন্দা ) 23.04.16
No comments:
Post a Comment