সমস্যায় ভরা জীবন আমাদের / প্রতিটা মানুষের জীবনে সমস্যার শেষ নেই / রোগ ,শোক ,দুঃখ ,কষ্টে ভরা জীবন নিয়ে আমরা সকলেই জর্জরিত / আমরা সকলেই ভাবি ," আমার মত এতো বড়ো সমস্যায় হয়তো জীবনে কেউ কোনদিন পড়েনি / আমিই মনেহয় পৃথিবীর সবচেয়ে বেশী সমস্যায় জর্জরিত মানুষ "/ কিন্তু না - আমরা নিজেদের সমস্যাটাকেই নিজেরা বড়ো কোরে দেখি / আমাদের এ ভাবনা ঠিক নয় / যেটা প্রথমবার উপলব্ধি কোরলাম হাসপাতালে বারো থেকে চৌদদ ঘন্টা কাটিয়ে এবং এখনো কাটাচ্ছি নিত্য / কত বড়ো বড়ো সমস্যা ( অসুখ ) নিয়ে মানুষ কত দূর থেকে এসে দিনের পর দিন ,রাতের পর রাত খোলা আকাশের নীচে থেকে প্রিয়জনের একটু সু- চিকিত্স্যা পাওয়ার আশায় পড়ে আছে / হাজার হাজার মানুষ আর তাদের হাজারও সমস্যা / অসুখ - আর সেখানে আমার যেতে লাগে বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা সময় / রোদের মধ্যে কেউ বা ছাতা মাথায় দিয়ে বসে কারণ ছায়ায় তার জায়গা হয়নি / সিড়ি ,গাছের তলা ,ওয়েটিং রুম কোথাও তিল ধারণের জায়গা নেই / কারও কারও সাথে আবার ছোট ছোট বাচ্চা ও রয়েছে ; যারা তাদের বাড়ির লোকদের সাথে ওই হাসপাতাল চত্বরেই রয়েছে / খুব কষ্ট হয় দেখলে / সত্যি বলতে - সরকারী হাসপাতালের সম্পর্কে আমার কোনো ধারনায় ছিলোনা / আমার কপাল মন্দ !! তাই এই অভিজ্ঞতা আমাকে সঞ্চয় কোরতে হলো !!! জীবনে এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন যেন কাউকেই হতে না হয় !! খুব কষ্টের এবং খুবই দুঃখের অভিজ্ঞতা !!! ( নন্দা ).
No comments:
Post a Comment