~~~~~~~~~~আশা~~~~~~~~~~~ মনের মধ্যে অনেক ছবি - . . . . . . . . . . . ফেলে আসা দিনের - ভালবাসা,ঝগড়াঝাঁটি আর অভিমানের - . . . . ............................................................................... . . কোথা দিয়ে কেটে গেলো - . . ............ দু'যুগেরও বেশী সময় - ... ... .হঠ্য়াত কোরেই হারিয়ে গেলো - .. . . . . . . . . ... . . . . . . সব কিছু যেনো , হায় ! . . . . সুখের ঘরে আমার , লাগলো যেনো আগুন - . . . . . .... . . জীবন থেকে হারিয়ে যাচ্ছে যেন - .. . . . . . . . ... ... . . . . . আবির রাঙ্গা ফাগুন - . . . . .... ... সকল আশা,সকল স্বপ্ন - . . . . . . . . . . . মুছছে লোনা জলে - . . . . . . . আশায় আছি ,বুকটি বেধে - . ... ... . ... . . . . . . হবেই সে যে ভালো - . . . . . ..........বাকী জীবন দেখবো মোরা - . . . . . ..... . . . ............এক ই সাথে ,শুধুই সুখের আলো / 28.04.16 1 AM.
Friday, April 29, 2016
সমস্যায় ভরা জীবন আমাদের / প্রতিটা মানুষের জীবনে সমস্যার শেষ নেই / রোগ ,শোক ,দুঃখ ,কষ্টে ভরা জীবন নিয়ে আমরা সকলেই জর্জরিত / আমরা সকলেই ভাবি ," আমার মত এতো বড়ো সমস্যায় হয়তো জীবনে কেউ কোনদিন পড়েনি / আমিই মনেহয় পৃথিবীর সবচেয়ে বেশী সমস্যায় জর্জরিত মানুষ "/ কিন্তু না - আমরা নিজেদের সমস্যাটাকেই নিজেরা বড়ো কোরে দেখি / আমাদের এ ভাবনা ঠিক নয় / যেটা প্রথমবার উপলব্ধি কোরলাম হাসপাতালে বারো থেকে চৌদদ ঘন্টা কাটিয়ে এবং এখনো কাটাচ্ছি নিত্য / কত বড়ো বড়ো সমস্যা ( অসুখ ) নিয়ে মানুষ কত দূর থেকে এসে দিনের পর দিন ,রাতের পর রাত খোলা আকাশের নীচে থেকে প্রিয়জনের একটু সু- চিকিত্স্যা পাওয়ার আশায় পড়ে আছে / হাজার হাজার মানুষ আর তাদের হাজারও সমস্যা / অসুখ - আর সেখানে আমার যেতে লাগে বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা সময় / রোদের মধ্যে কেউ বা ছাতা মাথায় দিয়ে বসে কারণ ছায়ায় তার জায়গা হয়নি / সিড়ি ,গাছের তলা ,ওয়েটিং রুম কোথাও তিল ধারণের জায়গা নেই / কারও কারও সাথে আবার ছোট ছোট বাচ্চা ও রয়েছে ; যারা তাদের বাড়ির লোকদের সাথে ওই হাসপাতাল চত্বরেই রয়েছে / খুব কষ্ট হয় দেখলে / সত্যি বলতে - সরকারী হাসপাতালের সম্পর্কে আমার কোনো ধারনায় ছিলোনা / আমার কপাল মন্দ !! তাই এই অভিজ্ঞতা আমাকে সঞ্চয় কোরতে হলো !!! জীবনে এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন যেন কাউকেই হতে না হয় !! খুব কষ্টের এবং খুবই দুঃখের অভিজ্ঞতা !!! ( নন্দা ).
Saturday, April 23, 2016
"অসহায় "~~~~~~~~~~~~~~~~~~~ . . . . . . . . সকাল থেকে রাত- দুশ্চিন্তা আর উত্কন্ঠায় - পি.জির. সি .সি .ইউ এর সামনে বসে - ভিতরে- অসহ্য যন্ত্রণা আর কষ্ট নিয়ে- জীবনের সব থেকে কাছের মানুষটি - শুয়ে আছে একাকী বেডে- মাঝে শুধু একটা দরজার ব্যবধান - নেই কোনো অধিকার,ভিতরে ঢুকবার - জানা নেই কিছু,বোঝা দায় সবকিছু - আমি যে অসহায় - তার কষ্ট দেখা ছাড়া - আমার যে আর কিছুই করার নাই - দৌড়া- দৌড়ি,ছুটা-ছুটি সব কিছুই কি হবে বৃথা ? ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার - হবে কি মিথ্যা ? চাতক পাখির ন্যায় , তাকিয়ে থাকি দরজার দিকে - কখন তারা আমার স্বামীর , বেড নম্বর ধরে ডাকে / ( নন্দা ) 23.04.16
Sunday, April 10, 2016
*বিরক্তিকর * ( নন্দা মুখার্জী ) 10.4.16 রাত একটা ++++++++++++++++++++++++++++++ মানুষ কত আজব হয় - জানতে- পারতাম না- . ......... . . . . . . . .. ... যদি কিনা, না জানতাম- . . . .
. ফেস বুক কারে কয় - কিছু বন্ধু আছে এমন - . . . ... . . . . . . . . . অন হয়েই চলে যায় চ্যাটিং বক্স এ - বন্ধুস্থানীয় সকলের কাছে জানতে চায় - সবাই কি কোরছে ? ফেস বুকে কি কি করা যায় জানে সকলে - . . ...... .. . . . . . . . . . . . . . . . . . . . .. তবুও এ প্রশ্ন কেনো করে ? . . . . . . . . . . . . .... . . . . . . . . . .... . . . . . ... . . . . . . . . সেকি শুধুই বোকা বলে ? সকাল,দুপুর সন্ধ্যা রাত্রি একই কথা - কেমন আছ বলো ? এতোই চিন্তিত - কোরছে যেনো শুধুই ফলো - আমি যদি অধিক রাতে থাকি কখনো অন - তাদের মাথায় পড়ে বাজ - . . . . . . . . . . . . . . . এ-তো রাতে? কি করছো এ-খন , লিখি আমি রাতে বসে - টাইপ করিও রাতে - কি যায় আসে তোমাদের বলো ? . . . . . . . . . . . . . .. রাতেই যে আমার ,লেখা আসে - কবিতা,গল্প পড়ি আমি- অধিক রাতে বসে , অনেকেই আবার উত্তর না পেয়ে - নোংরা ছবি, খারাপ ভাষা পাঠায় ইন বক্স এ - মাঝে মাঝে ক্ষেপে গিয়ে অফ হয়ে যাই - ফেস বুক কোরতে গিয়েও - এদের জ্বালায় শান্তি খুঁজে নাহি পাই / ( নন্দা ).
. ফেস বুক কারে কয় - কিছু বন্ধু আছে এমন - . . . ... . . . . . . . . . অন হয়েই চলে যায় চ্যাটিং বক্স এ - বন্ধুস্থানীয় সকলের কাছে জানতে চায় - সবাই কি কোরছে ? ফেস বুকে কি কি করা যায় জানে সকলে - . . ...... .. . . . . . . . . . . . . . . . . . . . .. তবুও এ প্রশ্ন কেনো করে ? . . . . . . . . . . . . .... . . . . . . . . . .... . . . . . ... . . . . . . . . সেকি শুধুই বোকা বলে ? সকাল,দুপুর সন্ধ্যা রাত্রি একই কথা - কেমন আছ বলো ? এতোই চিন্তিত - কোরছে যেনো শুধুই ফলো - আমি যদি অধিক রাতে থাকি কখনো অন - তাদের মাথায় পড়ে বাজ - . . . . . . . . . . . . . . . এ-তো রাতে? কি করছো এ-খন , লিখি আমি রাতে বসে - টাইপ করিও রাতে - কি যায় আসে তোমাদের বলো ? . . . . . . . . . . . . . .. রাতেই যে আমার ,লেখা আসে - কবিতা,গল্প পড়ি আমি- অধিক রাতে বসে , অনেকেই আবার উত্তর না পেয়ে - নোংরা ছবি, খারাপ ভাষা পাঠায় ইন বক্স এ - মাঝে মাঝে ক্ষেপে গিয়ে অফ হয়ে যাই - ফেস বুক কোরতে গিয়েও - এদের জ্বালায় শান্তি খুঁজে নাহি পাই / ( নন্দা ).
Saturday, April 9, 2016
~~*আমার গুরু * . অনেক কিছু ভেবে নিয়ে - . . . . . . . . . . . . লিখতে বসেছি কবিতা - . . . . . . . . . . . কেমন কোরে লিখতে হয় - . . . . . . . . . . . . জানিনা আমি তা - . . . . . . . . . . নেই কোনো ভাষা জ্ঞান - . . . . . . . . . . . . . . নেই কোনোই ছন্দ - . . . . . . . . লিখতে গেলেই চোখে ভাসে - . .
কবি গুরুর লেখা সব - . . . . . . . . . . . . সবই তো লিখে গেছেন তিনি - . . . . . . . . . . . . . . . . . . . নেই তো কিছুই বাকি আর - . . . . . . . . . . . . . . . কি আর লিখবো আমি ? ••------------------•• . . আবার কিছু ভেবে নিয়ে - . . . . . . . . . . . . . . বসি যখন লিখতে - . . . . বিদ্রোহের সুর নিয়ে - . . . . . . . . . . কবি নজরুল যেনো আসেন - . . . . . . . . . . . . . . . . . লেখা আমার দেখতে - . . . . . . . . . . .. . ভয়ে ভয়ে দেখি খাতায় - . . . . . . . . . . . লিখেছি যা - সব তারই লেখায় - . . . . . . . . . . . . . . . .
নির্বোধ আমি - .. . হবেনা কিছু লেখা আমার - . . . . . . . . . . . তাঁদের লেখা পড়ে পড়েই - . . ... . . . . . . . . . . . লিখি শুধু তাঁদের লেখায় বার বার - ••------------------------------•• . . . . . . . . . . . . . . . আমার মনের গহীন কোনে - . . . . . . .
আছেন শুধু তাঁরা - . . . . . . . . . . এ জনমে আর হবেনা লেখা - . . . . . . . . . . . . তাঁদের লেখা ছাড়া - . . . পরপাড়ে পাই যদি - . . . . . . তাঁদের দেখা আমি - . . . . . . . . বাধ্য ছাত্রী হবো তাঁদের - . . . . . . . . . . . . . . . এ জনমেও তাঁদের, গুরু বলেই মানি - . . . . . লিখতে আমার হবেই - একটি কবিতা - কেমন কোরে লিখতেন তাঁরা - তাঁদের কাছেই শিখবো - . . . . . . . . . আমি তা - ( নন্দা ) 7.4.16. 2 AM.
কবি গুরুর লেখা সব - . . . . . . . . . . . . সবই তো লিখে গেছেন তিনি - . . . . . . . . . . . . . . . . . . . নেই তো কিছুই বাকি আর - . . . . . . . . . . . . . . . কি আর লিখবো আমি ? ••------------------•• . . আবার কিছু ভেবে নিয়ে - . . . . . . . . . . . . . . বসি যখন লিখতে - . . . . বিদ্রোহের সুর নিয়ে - . . . . . . . . . . কবি নজরুল যেনো আসেন - . . . . . . . . . . . . . . . . . লেখা আমার দেখতে - . . . . . . . . . . .. . ভয়ে ভয়ে দেখি খাতায় - . . . . . . . . . . . লিখেছি যা - সব তারই লেখায় - . . . . . . . . . . . . . . . .
নির্বোধ আমি - .. . হবেনা কিছু লেখা আমার - . . . . . . . . . . . তাঁদের লেখা পড়ে পড়েই - . . ... . . . . . . . . . . . লিখি শুধু তাঁদের লেখায় বার বার - ••------------------------------•• . . . . . . . . . . . . . . . আমার মনের গহীন কোনে - . . . . . . .
আছেন শুধু তাঁরা - . . . . . . . . . . এ জনমে আর হবেনা লেখা - . . . . . . . . . . . . তাঁদের লেখা ছাড়া - . . . পরপাড়ে পাই যদি - . . . . . . তাঁদের দেখা আমি - . . . . . . . . বাধ্য ছাত্রী হবো তাঁদের - . . . . . . . . . . . . . . . এ জনমেও তাঁদের, গুরু বলেই মানি - . . . . . লিখতে আমার হবেই - একটি কবিতা - কেমন কোরে লিখতেন তাঁরা - তাঁদের কাছেই শিখবো - . . . . . . . . . আমি তা - ( নন্দা ) 7.4.16. 2 AM.
Wednesday, April 6, 2016
*বাঁচার রসদ * ________~~~~~~~~~~~~~__________ সারা দিনের কাজের শেষে - . . . . . . . . . . . . . . লিখি কিছু- রাতে বসে - . . .. .. . . মধ্যরাতে ঘুম থেকে জেগে- . . . .. . . . . . . . . .. . . . স্বামী গেলেন রেগে , . . বললেন হেঁকে," সারাদিনের এত ধকল , . . .
. এখনো আছ ডুবে লেখায় - . . . . . . . . . . . . . সকাল সকাল উঠতে হবে , . . . . . . . . . . আছে কি তোমার খেয়াল ? . . . . . . এতগুলি মানুষ আছি বেচে তোমার সেবাতে - . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . তোমার কিছু হলে পরে কে দেখবে আমাদেরকে "- . . . . . . . . . . . . . . . . . . .. . .. . . . . . . . . . . . আমি শুনে হাসি - নয়নের জল মুছি , . . . . . .
. শান্ত সুরে বুঝালাম তারে - . . . . . . . . . . . . . "ওগো, লেখায় আমার বাঁচার ওষুধ , . . . . . . . . . . . . . . . . .. . . বন্ধ কোরলে হবে- আমার অসুখ , . . . . . . . . . . . . . লিখতে যখন বসি আমি , . . . . . . . . ক্লান্তি আমার যায় চলে - . . . . . . . . . সারাদিনের এত ঝক্কি - . . . . . . . . . . .
সব আমি যাই ভুলে - . . . . . . . লিখতে আমায় দাও শুধু ,- . . . . . . . এটাই আমি চাই - . . . . . . দিলাম কথা-কোথাও যাবনা - . . . . . . . . . তোমাদেরকে একা ফেলে "/ ( নন্দা ) 3.4.16 1 AM.
. এখনো আছ ডুবে লেখায় - . . . . . . . . . . . . . সকাল সকাল উঠতে হবে , . . . . . . . . . . আছে কি তোমার খেয়াল ? . . . . . . এতগুলি মানুষ আছি বেচে তোমার সেবাতে - . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . তোমার কিছু হলে পরে কে দেখবে আমাদেরকে "- . . . . . . . . . . . . . . . . . . .. . .. . . . . . . . . . . . আমি শুনে হাসি - নয়নের জল মুছি , . . . . . .
. শান্ত সুরে বুঝালাম তারে - . . . . . . . . . . . . . "ওগো, লেখায় আমার বাঁচার ওষুধ , . . . . . . . . . . . . . . . . .. . . বন্ধ কোরলে হবে- আমার অসুখ , . . . . . . . . . . . . . লিখতে যখন বসি আমি , . . . . . . . . ক্লান্তি আমার যায় চলে - . . . . . . . . . সারাদিনের এত ঝক্কি - . . . . . . . . . . .
সব আমি যাই ভুলে - . . . . . . . লিখতে আমায় দাও শুধু ,- . . . . . . . এটাই আমি চাই - . . . . . . দিলাম কথা-কোথাও যাবনা - . . . . . . . . . তোমাদেরকে একা ফেলে "/ ( নন্দা ) 3.4.16 1 AM.
Tuesday, April 5, 2016
...........*চোরাবালি*................. ----++++++++++++----++++++++. .. . . . . . . ভালোবাসা ? সেতো চোরাবালি - . . . . . . . . . . . . . . . . .....বুঝতে পারিনি আগে আমি - .......................... ভালোবেসে গেছি- চোখ বন্ধ করে - ........ ......................
সম্পূর্ণ বিশ্বাস নিয়ে - ................................................ ভাবিনি কখনো আমি - .. ..... . .... . ...... এ ভাবে দেবে ফাঁকি তুমি - . . . . . . . . . . পুতুল খেলার মতো শুধু - . . . . . ...... করেছো আমায় নিয়ে খেলা - . . . . . . . . . ...... আমি হারিয়ে ফেলেছিলাম আমাকে - . . . . . . . . . . . . . . . . . . তোমার বুকে খুজেছিলাম নিজেকে - . .
.....পাষাণ তুমি বুঝতে পারোনি-আমার ভালবাসা - ...........
আমি যে রচেছিলাম তোমায় নিয়ে - ... . . ............ . . . . . ... অনেক স্বপ্ন অনেক আশা - ... . ...... . . .......এতদিন পরে দূর থেকে শুধু - ......
.
জানিয়ে দিলে আমায় - .....
. আমায় তুমি কোনোদিন ভালোবাসো নি - ..... ... . . ........
তবে কি ছিলো - এটা তোমার ছলনা ? ..... .............. . . তবুও জানি ,আমায় তুমি - . . . . . . ...... . ভুলতে কোনোদিন পারবে না /( নন্দা ) 4.4.16 1-10 AM.
Sunday, April 3, 2016
*বিচার চাই * =========================== আশা ছিলো ,স্বপ্ন ছিলো- ভাঙ্গলো দুয়ার ঝড়ে- এক নিমেষেই সব হারিয়ে গেলো - . সেতু ভেঙ্গে পড়ে - টাকা দিয়ে করবো কি ? তুমিই যখন নেই - হয়তো তোমার কোরলে অসুখ - বাড়ি দিতাম বিক্রি করে - পাঁচ লাখের ও বেশি খরচ কোরে - . . . . . . . . . . আনতাম তোমায় সুস্থ্য করে - .. . . . . . . . . তবুও তো তুমি থাকতে কাছে - . . . . . . . . নাইবা থাকতো বাড়ি মোদের - . . . . . তোমায় মেরে ফেললো যারা - . করলো আমাদের সর্বহারা ! বলতে গেলে তারাও খুনি - . হবে বিচার তাদের কি ? . . . . . . ধন্য তুমি ভারতবর্ষ - . . . . ধন্য তোমার রীতিনীতি - . . টাকা দিয়েই পূরণ হচ্ছে - . . . . আমাদের জীবনের যত ক্ষতি - . . . . . . . . . . . . . . এমন টাকা চাই না মোরা - . . . . . . . . রাজনীতির ও ঝান্ডা নয় - . . . . . . . . . . . . . . চাই যে বিচার শুধু - . . . . . . . . যে সংস্থা নিয়েছিলো - সেতু গড়ার কাজ টুকু / (নন্দা ) 3.4.16 ( 1-30 AM).
Friday, April 1, 2016
*জীবন যুদ্ধ * ===========_===============_= জীবন মানেই টানা- পোড়েন , . . . . . . . জীবন মানেই যুদ্ধ - . . . . . . জীবন মানেই নিঃস্বাস- প্রশ্বাসে - . . . . . . . . . . . . . . . . . বেচে থাকার লড়াই - . . . . তবুও আমরা জীবনকে নিয়ে করি - . . . . . মিথ্যে অহংকারের বড়াই - . . . . . . . . . জীবনের আজ নেই কোনো মূল্য - . . . . . . তবুও জীবন--আমাদের কাছে অমূল্য /( নন্দা ) 31.3.16.
Subscribe to:
Posts (Atom)