জীবনের স্মৃতি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কিছু মুহূর্ত আর কিছু শব্দ
পিছনে ফেলে এসেছি,
যেগুলো আজ শুধুই স্মৃতি।
সিনেমার ফ্লাশব্যাকের মত
মুহূর্তরা সামনে আসে,
শব্দগুলো আজও মনে দেয় দোলা,
আজ তারা জীবনের অথিতি।
ভাবনার সাথে বাস্তবের আজ মিল নেই
স্বপ্ন দেখতে আজ আর ভালো লাগেনা,
সমুদ্রের অহরহ ঢেউগুলির মত,
শব্দ আর মুহূর্তরা আঘাত হানে।
জীবন থেকে অনেকটা সময় চলে গেছে
সময়ের মূল্য তখন বুঝিনি,
হারিয়ে যাওয়া মুহূর্তগুলিকে প্রতিনিয়ত ফিরে পেতে চাই,
অব্যক্ত যন্ত্রণা আর শিশিরে ভেজা ভালোবাসা,
বয়ে চলেছি শুধু মনে মনে।
30-8-19 12AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কিছু মুহূর্ত আর কিছু শব্দ
পিছনে ফেলে এসেছি,
যেগুলো আজ শুধুই স্মৃতি।
সিনেমার ফ্লাশব্যাকের মত
মুহূর্তরা সামনে আসে,
শব্দগুলো আজও মনে দেয় দোলা,
আজ তারা জীবনের অথিতি।
ভাবনার সাথে বাস্তবের আজ মিল নেই
স্বপ্ন দেখতে আজ আর ভালো লাগেনা,
সমুদ্রের অহরহ ঢেউগুলির মত,
শব্দ আর মুহূর্তরা আঘাত হানে।
জীবন থেকে অনেকটা সময় চলে গেছে
সময়ের মূল্য তখন বুঝিনি,
হারিয়ে যাওয়া মুহূর্তগুলিকে প্রতিনিয়ত ফিরে পেতে চাই,
অব্যক্ত যন্ত্রণা আর শিশিরে ভেজা ভালোবাসা,
বয়ে চলেছি শুধু মনে মনে।
30-8-19 12AM
No comments:
Post a Comment