Wednesday, August 21, 2019

চিরকুট

চিরকুট

ফুলের সুগন্ধে সবাই মোহিত,
কিছু তো গুণ আমারও আছে---
আমি কেন অনাদরিত?
ফুলের কাঁটা আঘাত করে,
তবুও ভালোবাসা সে পায়।
আমি উজাড় করে ভালোবাসি---
বিশ্বাসে ঠকি,অন্যের আঘাত নিয়ে বাঁচি,
কেন তবে কাছের মানুষ দূরে সরে যায়? 

No comments:

Post a Comment