Monday, May 15, 2023

একদিন ভালোবাসবে (৬৪ পর্ব)

একদিন ভালোবাসবে (৬৪ পর্ব)

  সুজয় মহিলার কাছে জানতে পারে দীপিকার বাবার শরীর খুব খারাপ। আর সেই জন্যই তিনি এখানে এসেছেন। সম্পর্কে তিনি দীপিকার পিসি হন। সুজয় এই মহিলাকে না চিনলেও মহিলা সুজয়কে চিনতেন। কারণ দীপিকার সাথে তার বিয়ে ঠিক হওয়ার পর তিনি যখন এই বাড়িতে এসেছিলেন তখন সুজয়কে তিনি দেখেছেন। তিনি সুজয়কে নিষেধ করেন সে যেন তার দাদার সামনে না যায়। সুজয় অনেক করে বুঝানোর চেষ্টা করে তাকে দেখা করতেই হবে। তাদের কথাবার্তার মাঝে দীপিকার মা এসে পড়েন।তিনি সুজয়কে দেখেই চিৎকার করে বলে ওঠেন,
-- তুমি কোন সাহসে এই বাড়িতে এসেছো? বেরিয়ে যাও এখান থেকে।
  সুজয় ধীর,শান্তভাবে বলে,
-- আমি দীপিকার খোঁজ পেয়েছি।
 সুজয়ের মুখ থেকে চিৎকারের মধ্যে এই কথাটা শুনে তিনি সুজয়কে ধরে কাঁদতে কাঁদতে বলেন,
-- কোথায়? কোথায় ?আমার দীপা? ওর বাবার এই শেষ সময়ে দীপাকে একবার ওর বাবার সামনে নিয়ে এসো। তানাহলে যে মানুষটা মরেও শান্তি পাবে না।
-- আমার সাথে সে আসবে না। আপনারা কেউ সঙ্গে গেলে আমি আপনাদের নিয়ে যেতে পারি।
-- কোথায় আছে সে এখন?
-- দার্জিলিং 
 পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার দিকে তাকিয়ে দীপার মা বললেন,
-- ও দিদি, আর একবার ছেলেটাকে বিশ্বাস করে ওর সাথে তুমি যাও - গিয়ে আমার মেয়েটাকে নিয়ে এসো।

   বহুদিন পর নিজের আত্মীয়কে সামনে দেখে দীপা কান্নায় ভেঙে পড়ে। শ্রেষ্ঠাকে দেখিয়ে বলে,
-- পিসি তোমাদের নাতনী 
-- জামাই কোথায়?
 দীপিকা চুপ করে থাকে। সুজয় ঘরে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে ছিলো। হঠাৎ পিসিকে দেখে সে এতটাই বিহ্বল হয়ে পড়েছিল কিভাবে খবর পেয়েছে, কার সাথে এসেছে এগুলো জানতে চাওয়ার কথা মনেই আসেনি। কিন্তু পিসির মুখে 'জামাই কোথায় ?' কথাটা শুনে দীপিকা যখন চুপ করে আছে সেটা লুকিয়ে দেখতে পেয়ে সুজয় ঘরে ঢুকে বলে,
-- আমি তোমাদের জামাই হতে পারিনি ঠিকই কিন্তু তোমাদের নাতনীর বাবা আমি।
  দীপিকা সুজয়ের দিকে তাকিয়ে পড়ে। সুজয় দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে একটা বেতের মোড়া নিয়ে এসে সুজয়ের সামনে রাখে। সুজয়কে দেখতে পেয়ে পিসিদিদার দু'হাতে জড়িয়ে রাখা কোলের ভিতর থেকে শ্রেষ্ঠা বেরিয়ে ঘরের ভিতরে যেতে উদ্যোগী হলে দীপিকা বলে,
-- মামনি তুমি আজ এখানেই থাকো। আর এদের প্রণাম করো। 
 শ্রেষ্ঠা দিদাকে প্রণাম করে সুজয়কে প্রণাম করতে গেলে সুজয় দু'হাতে তাকে বুকের সাথে চেপে ধরে। দীপিকার পিসি তখনও কিছুই বুঝে উঠতে পারছেন না। সন্তান সুজয়ের, সুজয় বিয়ে করেছে অন্যকে। সবকিছু তার গুলিয়ে যাচ্ছে তখন। এতক্ষণ তিনি তার আসার আসল কারণটাই জানাননি। এবার তিনি দীপাকে বললেন,
-- সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। তোর মুখ থেকে সবকিছুই জানবো। তার আগে যে জন্য এসেছি সেই কথাটা বলি দীপা। দাদার শরীর মোটেই ভালো না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি দাদা আর বাঁচবেন না। আরো কিছুদিন হয়ত বাঁচতেন কিন্তু তোর শোকে বেশ কয়েক বছর ধরেই তিনি শয্যাশায়ী। তোর মা আমায় পাঠিয়েছেন তোকে বাড়িতে নিয়ে যেতে। শেষ সময়ে যাতে একবার তোকে দেখে যেতে পারেন।
  পিসির কথা শুনে দীপিকার দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। পিসি আবার শুরু করেন,
-- হ্যাঁ কিছুটা হলেও তোর জীবনের কী ঘটেছিল আমি আন্দাজ করতে পারছি। তবুও বলবো সুজয় তোর খবরটা না দিলে আমরা জানতেও পারতাম না কোনদিন তুই বেঁচে আছিস। আমরা তো ধরেই নিয়েছিলাম -
 পিসি কথাটা আর শেষ করেন না। দীপিকা তখন বলে,
-- ন'বছর আগে আমার চারপাশটা যখন অন্ধকার হয়ে গেছিলো তখন একটা পরিবার আমার সমস্ত দায়িত্ব নিয়ে আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এইখানে একটা স্কুলে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়াই। আমি অবশ্যই যাবো তোমার সাথে বাড়িতে।কিন্তু তার আগে আমাকে দু'জনের কাছ থেকে অনুমতি নিতে হবে। এক হচ্ছে সেই পরিবারের জীবিত একমাত্র সদস্য যিনি আমার কাছে ভগবান তুল্য।আর দুই হচ্ছে ওই স্কুলের হেডমাস্টার। আমি ফোন করে তাদের সাথে কথা বলে তোমাদের জানাচ্ছি। তবে এটাও আমি জানি তারা কেউই আমায় 'না' বলবেন না। সারারাতের ট্রেন ধকল গেছে তোমাদের। মামনি তোমাদের সব দেখিয়ে দেবে তোমরা স্নান করে ফ্রেস হয়ে নাও। একটু টিফিন করো। দুপুরে যা আছে একটু ডাল,ভাত খেয়ে নেবে।

  ছোট্ট একটা টেবিলে সুজয়,পিসি আর শ্রেষ্ঠাকে দীপিকা ডাল, আলুসিদ্ধ,ফুল কফির তরকারি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে দেয়। সুজয়ের সাথে বারবার চোখাচোখি হলেও সে কোন কথা বলে না। সুজয়ও অপরাধীর মত খুবই চুপচাপ থেকে খেয়ে উঠে যায়। মাঝে মধ্যে সে মেয়ের সাথে দু'একটা কথা বলছে শুধু। দুটো ঘর হলেও খাট একটাই। পিসিকে খাটের উপর শুতে বললে উনি বলেন,
-- তুই সুজয়কে আর মেয়েকে খাটে শুতে দে।আমাকে নিচুতে একটা মাদুর পেতে দে। 
-- না,তোমার বয়স হয়েছে তুমি খাটে শোও।
  কথাগুলি সুজয়ের কানে যাওয়াতে সুজয় এগিয়ে গিয়ে বলল,
-- পিসিমা আমি তো একটু বেরোব টিকিটের ব্যাপারে। এখন শোবো না। শুলেই ঘুমিয়ে পড়বো। আপনি বরং খাটে শুয়ে পড়ুন।
  দুপুরে রান্না করতে করতেই দীপিকা ফোনে কথা সেরে নেয়। হেড মাস্টার মহাশয় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। আর সৌম্য কিছুটা অবাক হয়ে তাকে বলে ---

ক্রমশ 
    

No comments:

Post a Comment