সারা জীবন ধরে
যতটুকু শিক্ষা আমরা পাই
কতটুকু কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারি ?
নিজেকে বড্ড ভালোবাসি আমরা
নিজের ক্ষতি করে
অধিকাংশই দাঁড়াতে পারিনা অন্যের বিপদে |
আমরা ভালো বক্তৃতা দিই
যা মুখে বলি
আদতে তার কোনটাই করিনা |
মানুষ স্বার্থপর হয়েছে মনুষ্যত্বহীন
বেঁচে থাকার তাগিদ আর অর্থ লোভ
মানুষকে পাপ কাজ করতে বাধ্য করে|
মানবী
No comments:
Post a Comment