স্বাধীনচেতা মানুষ আমি।অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে শিখিনি।নিজের অপমান মুখ বুজে চোখের জল ফেলে সহ্য করলেও আমার সামনে অন্যের অপমানে চুপ করে থাকতে পারিনা।কেউ বিপদে পড়লে আপন পর,লাভ ক্ষতির বিচার না করেই ঝাঁপিয়ে পড়ি।যার ফলে অনেকক্ষেত্রে বাকবিতণ্ডায় জড়িয়েও পড়ি।নানান সমালোচনার সম্মুখীনও হই।ছেলেবেলার থেকেই এইরূপ আমি।তখন কেউ কিছু বললে খুব কষ্ট পেতাম কিন্তু এখন আর পাইনা ;অভ্যাস হয়ে গেছে।তবে এখন হাসি পায় ---,সময় আমাকে অনেককিছু শিখিয়েছে।রক্তের সম্পর্কের আত্মীয়দের সম্পর্কে জ্ঞানচক্ষু খুলে দিয়েছে।নিঃস্বার্থ ভাবে কারও ভালো করতে গেলে তাদের কথা যে হজম করতেই হবে এটা জেনেই এখন অন্যের পাশে দাঁড়াই।দাঁড়াতেই হয় কারন আমি মানুষটাই যে এইরকম ...।যারা আমায় ভালোবাসে তারা অন্ধের মত ভালোবাসে আর যারা আমায় সহ্য করতে পারেনা আমায় দেখলে তারা উল্টোদিকে হাঁটে।এই বয়সে এসে আমার এগুলো গা সওয়া হয়ে গেছে।ওই যে ক'দিন ধরে ফেবুতে দেখছি ---'ইগনোরয় নম'---।
No comments:
Post a Comment