উদাস মন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বসন্তের এই বাদলদিনে
মন করে উদাস,
স্মৃতির সাগরে ডুব দিয়ে
হৃদয় উথালপাথাল।
এইতো সেদিনও ছিলে পাশে
শিমুল,কৃষ্ণচূড়ার ছায়ায় বসে,
কিছু ঝরফুল দিয়েছিলে তুলে
আমার কবরীতে।
আজও তারা দেয়
ছায়া সুশীতল হাওয়া,
শুধু আমার কবরী
ফাঁকা পড়ে রয়,
ফাগুনদিনে উদাস চোখে
শুধু পথ চাওয়া।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
বসন্তের এই বাদলদিনে
মন করে উদাস,
স্মৃতির সাগরে ডুব দিয়ে
হৃদয় উথালপাথাল।
এইতো সেদিনও ছিলে পাশে
শিমুল,কৃষ্ণচূড়ার ছায়ায় বসে,
কিছু ঝরফুল দিয়েছিলে তুলে
আমার কবরীতে।
আজও তারা দেয়
ছায়া সুশীতল হাওয়া,
শুধু আমার কবরী
ফাঁকা পড়ে রয়,
ফাগুনদিনে উদাস চোখে
শুধু পথ চাওয়া।
#নন্দা 17-3-19