Wednesday, October 2, 2019

ভাবনারা কাঁদায়

#শতশব্দেরগল্প

 #ভাবনারা_কাঁদায়
     নন্দা মুখার্জী রায় চৌধুরী।
 
       একবছর ঘুরে আবার সেই পনেরই  অক্টোবর।সেদিন সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রূপ।বাড়ির প্রতিটা সদস্য এই দিনটার জন্য মুখিয়ে থাকে।সারাবছর সীমান্তে দেশের প্রতি কর্তব্য পালন করে,নিজের পরিবারের সদস্যদের ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য সকলকে ছেড়ে বাড়ি থেকে কয়েকহাজার কিলোমিটার দূরে যে মানুষটা পড়ে থাকে সে যেদিন ঘরে ফিরবে সেদিনটা থেকেই পুজোর আনন্দ শুরু হয়ে যায়।পুজোর সময় বাড়িতে এসে একটা মাস সকলের সাথে কাটিয়ে সমীর ফিরে যায় আবার তার কর্মক্ষেত্রে।গতবছআর আসার আগেরদিন ফোনে লিপিকার সাথে কথা হয়েছে সকাল দশটা নাগাদ বেরোবে।সেদিন রাতের খবরে সকলে জানতে পারে ট্রেনে জঙ্গীহানার খবর।সেই তুমি আসলে কিন্তু সশরীরে নয় কফিন বন্ধি হয়ে।