Friday, January 25, 2019

কেমন জীবন
     নন্দা মুখার্জী রায় চৌধুরী

শরীর খারাপের দিনগুলিতে
বড্ড মনে পড়ে,
কেউ আসেনা শিয়রেতে আর
কেমন আছি জানতে।
ছবির পানে তাকিয়ে শুধু
চোখের জল ফেলা,
একা একাই সময় নিয়ে
ভার লাঘবের চেষ্টা।
এমনি করেই কাটে সময়
ছাড়েনা পিছু কষ্ট,
তুমি বিনা জীবন আমার
হোল যে নষ্ট।